সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
এবং কিছু ব্যাথা দিনে দিনে বেড়ে চলে ক্ষুধা- দারীদ্রের অলংকারে নয়া সাজে নববধু যেনো পৃথিবী প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মরা প্রাণের বিদীর্ণ আহাজারী কেউ শুনার নেই গুনতে গুনতে আর গুনা যায়না বিদগ্ধ লাশের মিছিল; ছেঁড়া পাতা দিয়ে ঢেকে রাখা বিচুর্ণ অঞ্চল জানান দেয় আরো কিছু পোড়া দুখের কথা । হাজার বছর বুঝি এভাবেই চলেছিলো চলেছিলো সময়ের যন্ত্রণা । আকাশ ভাগ করে খেয়ে নেয় শকুন আর শকুনী চাঁদ চেটেপুটে হায়নার দল । রেখে যায় অপ্রাসাঙ্গিকতার আঁচলে বাঁধা বিবেক, বোধ, করুণা এবং কিছু ব্যাথা । কতটুকু দূখ জমা হলে পরে এক চিলতে হাসি হয়?
শুরু কোথায় তা' বলতে পারছিনা... এজন্য দুঃখিত... তবে শেষ হবেনা এটা সত্য । মানব জীবন এমন একটা অস্পৃশ্য বিষয় যা ধরা ছঁয়ার বাইরে । কেমন অবাক তাই না?? আমি আছি আবার আমি নাই । আমি দেখি আবার আমি দেখিনা । আমি ছুঁই আবার ছুঁইনা । এভাবেই আদম থেকে চলে আসছে । আর সাধারন মানুষের মস্তিষ্ক নামক অদ্ভুত একটি জিনিশ দিনে দিনে উন্নত হয়ে চলছে । সেই সাথে পাল্লা দিয়ে অনুন্নত হচ্ছে মানবীয় গুনাবলী ও অনুভুতির নার্ভ গুলো । আর অবিশ্বাসী মন শুধুই সন্দেহের পাতা ওল্টাতে ব্যাস্ত... এই পাতা ঝড়া দিন বুঝি আর শেষ হবার নয় । আর বুঝি কোনো মালী শুঁকিয়ে যাওয়া গাছের গোঁড়ায় দরদ মাখানো পানি ঢেলে দিতে আসবেনা । তবুও পৃথিবী গড়িয়ে গড়িয়ে হাটে আপন কক্ষপথে...